পুটনী দ্বীপ ভ্রমণ করার সময় কালীণ যে বিষয় গুলো মনে রাখবেন।
- গ্রুপ করে যাওয়ার চেষ্টা করুন তাহলে খরচ কম হবে।
- পুটনী দ্বীপে বড় লঞ্চে যাওয়া সম্ভব নেই তাই না ভেবে ট্রলার ভাড়া করুন।
- চলাচল কম থাকার কারণে এই রুট অনেকের অজানা তাই অভিজ্ঞ ও চেনা জানা চালক দেখে ট্রলার নিন।
- বর্ষাকালে পুটনী দ্বীপ ভ্রমণ করা থেকে বিরত থাকুন।
- কিছু কিনতে বা খাবার খেতে হলে দরদাম করে নিবেন এতে করে আপনার খরচ বাঁচবে।
- ট্রলার এবং অন্যান্য যানবাহন ভাড়া করার সময় দরদাম করে নিবেন কারণ আপনার কাছে চালকরা বেশি দাম চাইবে।
- কোথাও তাড়াহুড়া করে কোন কাজ করবেননা কারণ সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি।
- সাথে সব সময় পর্যাপ্ত পানি, হালকা কিছু খাবার এবং জরুরী প্রয়োজনীয় ঔষধ রাখবেন।