লেক ভিউ আইল্যান্ড ভ্রমণ করার সময় কালীণ যে বিষয় গুলো মনে রাখবেন।
- গ্রুপ করে যাওয়া চেষ্টা করুন তাহলে খরচ কম হবে।
- কিছু কিনতে বা খাবার খেতে হলে দরদাম করে নিবেন এতে করে আপনার খরচ বাঁচবে।
- যাওয়ার আগে অবশ্যই আমাদের দেয়া লেক ভিউ আইল্যান্ডের ফেইসবুক পেইজে অথবা তাদের ফোন নাম্বারে যোগাযোগ করে যাবেন।
- প্রয়োজনে আগে থেকে সব কিছু বুকিং করে যাবেন কারণ ছুটির দিন গুলোতে বেশি মানুষ যেয়ে থাকে।
- যানবাহন ভাড়া করার সময় দরদাম করে নিবেন কারণ আপনার কাছে চালকরা বেশি দাম চাইবে।
- দিন যতই যাবে সব কিছুর দাম ততই পরিবর্তন হতে থাকবে তাই যাওয়ার আগে অবশ্যই সব কিছু যাচাই করে যাবেন এবং আমাদের দেওয়া হোটেল বা রিসোর্ট ও রেস্টহাউজগুলোর ফোন নম্বরে কল করে থাকার ব্যবস্থা করে যাবেন যদি রাতে থাকতে চান।
- কোথাও তাড়াহুড়া করে কোন কাজ করবেননা কারণ সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি।
- সাথে সব সময় পানি বা হালকা কিছু খাবার রাখবেন।